English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৫:০৭

‘কঠোর লকডাউন’ কেমন চলছে দেখতে এসে আটক ১০০

অনলাইন ডেস্ক
‘কঠোর লকডাউন’ কেমন চলছে দেখতে এসে আটক ১০০

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলছে ‘কঠোর লকডাউন’। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই লকডাউন পরিস্থিতি অকারণে দেখতে বের হয়ে আটক হয়েছেন শতাধিক ব্যক্তি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের প্রতিটি থানার পুলিশ সদস্যরা মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। কোনো যৌক্তিক কারণ ছাড়া ঘরের বাইরে আসায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। ‘এ ছাড়া কিছু যানবাহন আটকানো হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

বৃস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ অন্যান্য পুলিশ শতাধিক জনকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুই জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখনো চলছে পুলিশের ভ্রাম্যমাণ অভিযান।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছিলেন, ‘কেউ অকারণে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়ে ব্যবস্থা নেব। অকারণে বের হলেই বেশ আইনি ঝামেলায় পড়তে হবে। যানবাহন ব্যবহার করলে মোটরযান আইনে ব্যবস্থা নেব। আমরা দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী কেউ বাইরে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব, তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে, যেটি আমরা এর আগে কখনো করিনি। এবারে আমরা এই অবস্থান পর্যন্ত যাব। আপনারা এমনও শুনতে পারেন ডিএমপি প্রথম দিন ৫ হাজার লোক গ্রেপ্তার করেছে। এবার আমরা অত্যন্ত শক্ত অবস্থায় থাকব।’