English Version
আপডেট : ২৭ জুন, ২০২১ ১২:৫৭

চলে গেলেন সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন

অনলাইন ডেস্ক
চলে গেলেন সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন

কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা (সিজেএফডি)-এর সিনিয়র সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর সাবেক দফতর সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক কার্যনির্বাহী সদস্য মমতাজ উদ্দিন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৭ জুন) সকালে কুমিল্লার নিজ বাড়িতে তিনি মারা যান। মমতাজ উদ্দিন ডিআরইউ'র প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদের বড় ভাই। সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিনের মৃত্যুতে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর কার্যনির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করেছেন।

কমিটির পক্ষ থেকে সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এক শোক বার্তায় সাংবাদিক মমতাজ উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) সাংবাদিক মমতাজ উদ্দিনের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।