English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১৪:১৩

মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত

অনলাইন ডেস্ক
মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় বাংলাদেশ পুলিশের এএসপি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মতিতে গঠিত এই কমিটির মেয়াদ এক বছর। এতে মোট সদস্য ১২১ জন।