English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১৫:৩২

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

অনলাইন ডেস্ক
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ইলিয়াস আহমেদ কিরণ (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খিলগাঁওয়ে রেলগেট এলাকায় আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে পথচারী ইব্রাহিম খলিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।

বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে জানিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ট্রেনের ধাক্কায় প্রথমে কিরন আহত হন। এতে তার দুই পা পুরোপুরি থেঁতলে যায়। নিহত কিরন পরিবারের সঙ্গে শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।