English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১৬:৪৩

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল ফুলহাতা শার্ট ও লুঙ্গি। এ সংবাদ লেখা পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সরকারি ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।