English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৬:২২

গাজীপুরের যানজট এসে ঠেকল রাজধানীতে

অনলাইন ডেস্ক
গাজীপুরের যানজট এসে ঠেকল রাজধানীতে

সোমবার রাত থেকে বৃষ্টির কারণে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। ফলে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও।

গাজীপুর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের সামনে আসতে এক ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম নামে এক বেসরকারি চাকরিজীবী। তিনি জানান, যানজটে অনেকেই বাস থেকে নেমে হাঁটতে দেখেছি। যানজটে আটকা থাকার কথা অনেকে ফেসবুকে পোস্ট করেও অনেকে জানাচ্ছেন। 

যানজটের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিকের (উত্তর) যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ‘গাজীপুরে গাড়ি আটকে আছে। সেখানকার রাস্তায় পানি জমা, অজস্র গর্ত। তাই কয়েক দিন ধরেই ঢাকার রাস্তায় তীব্র যানজট লেগে আছে।’ তিনি বলেন, ‘যানজট এতই বেশি যে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত চলে এসেছে।’