English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১১:১০

‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরায় স্বনামধন্য রেস্টুরেন্ট কাচ্চি ভাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ জুন) ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, মোবাইল কোর্ট পরিচালনা করার সময় উত্তরা ১১ নম্বর সেক্টরের কাচ্চি ভাই রেস্তোরাঁকে অনিবন্ধিত অবস্থায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করার দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মনিটরিং কর্মকর্তা এম ইমরান হোসেন মোল্লা, নিরাপদ খাদ্য পরিদর্শক আ. সালাম মৃধা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম।