English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৬:০১

ভ্যাট প্রত্যাহারের দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

অনলাইন ডেস্ক
ভ্যাট প্রত্যাহারের দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোক্তাদির হোসেন তরু ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমি।

বিবৃতি তারা বলেন, বাংলাদেশে প্রায় ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। যেখানে প্রায় ৩০ রাখ শিক্ষার্থী লেখাপড়া করছেন। করোনায় স্থবিরতার কারণে যেখানে শিক্ষার্থীরা লেখাপাড়া চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন ঠিক সেই মুহূর্তে প্রস্তাবিত বাজেটে শিক্ষার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা অনৈতিক। পৃথিবীর বিভিন্ন দেশে যখন উচ্চ শিক্ষার জন্য রয়েছে বিপুল সংখ্যক বৃত্তির ব্যবস্থা পক্ষান্তরে বাংলাদেশের জবরদখলকারী সরকার শিক্ষার ওপর ভ্যাট বসিয়ে দেশকে একটি মূর্খ জাতি হিসেবে পঙ্গু করে রাখার অপচেষ্টা চালাচ্ছে।নেতারা বলেন, শিক্ষা খাতের ওপর আরোপিত ভ্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয় ট্রাস্ট আইনের পরিপন্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা ব্যবস্থাকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার যে কথা ছিল তা না করে শিক্ষাখাতকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ভ্যাট কোনো মতেই মেনে নেওয়া হবে না। এমন অন্যায্য সিদ্ধান্ত অতীতেও ছাত্রসমাজ মেনে নেয়নি, এখনো মেনে নেবে না।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা না হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে ভ্যাট প্রত্যাহারে বাধ্য করা হবে।