English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৪:৩০

ঢাকা মেডিকেল কলেজে দালাল নির্মূল অভিযান

অনলাইন ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজে দালাল নির্মূল অভিযান

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।  অভিযানের সময় হাসপাতালের ভেতরে ও চত্বরে থাকা কয়েকজন ব্যক্তি কোনো উপযুক্ত প্রমাণ দিতে না পাড়ায় তাদের আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়। হাসপাতালের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

ঢাকা মেডিকেল হাসপাতালে বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল বাশার জানান, দালাল নির্মূলে র‌্যাব-৩ হাসপাতালের চারিদিকেই অভিযান পরিচালনা করেন। জরুরি বিভাগ, বহির্বিভাগ, নতুন ভবনের সামনে সব জায়গায় তারা অভিযান পরিচালনা করেন।এ ব্যাপারে ঢাকা মেডিকেল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দালাল নির্মূল অভিযানে অবৈধভাবে হাসপাতালে প্রবেশকারী কয়েকজনকে আটক করেছে র‌্যাব।