English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১০:৪২

রাজধানীর আবাসিক হোটেলের কক্ষে মিলল ব্যবসায়ীর লাশ

অনলাইন ডেস্ক
রাজধানীর আবাসিক হোটেলের কক্ষে মিলল ব্যবসায়ীর লাশ

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তরুণ কান্তি সেন (৫১) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৮ জুন) রাত ১১টার দিকে হোটেল আল ফারুকের একটি কক্ষের দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ আলী বলেন, হোটেলটির ৭ তলার ৭০১ নম্বর কক্ষটি ভেতর থেকে আটকানো ছিল। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্মচারীরা থানায় খবর দেন। রাত ১১টার দিকে কক্ষের দরজা ভেঙে খাটের ওপর থেকে একজনের মৃতদেহ উদ্ধার করি আমরা। পরে ময়নাতদন্তের জন্য লাশ আজ বুধবার (৯ জুন) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠাই।

এসআই সবুজ আরো জানান, মৃতের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম তরুন কান্তি সেন। বাবার নাম উমেষ চন্দ্র সেন। থাকেন চট্টগ্রাম কোতোয়ালি থানার আব্দুস সাত্তার রোডের ১৫ নম্বর এনাম হাউজে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গত সোমবার (৭ জুন) সকালে ওই ব্যক্তি হোটেলের ৭০১ নম্বর কক্ষ ভাড়া নেন  বলে হোটেলের রেজিস্ট্রার থেকে জানা গেছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। স্ট্রোক করে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।