English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১৬:০১

রাজধানীতে বজ্রপাতে প্রাণ গেল শিশুর

অনলাইন ডেস্ক
রাজধানীতে বজ্রপাতে প্রাণ গেল শিশুর

রাজধানীর মালিবাগে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৫ জুন) দুপুর ২টার দিকে বৃষ্টির সময় বাসার সামনে খেলা করার সময় বজ্রপাতে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।