English Version
আপডেট : ২৫ মার্চ, ২০২১ ১৩:৪৬

যে ২ দিন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
যে ২ দিন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণিল উদযাপন আয়োজনে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা।

বাংলাদেশের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিতে আসা এসব বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য আগামী ২৬ ও ২৭ মার্চ (শুক্রবার ও শনিবার) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু কিছু সময়ের জন্যে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ, ডিএমপির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নগরবাসীর সাময়িক এ অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।