English Version
আপডেট : ১৫ মার্চ, ২০২১ ১৪:০৯

সিভিল এভিয়েশন ও রেলওয়ের বিরুদ্ধে মামলা করা হবে

অনলাইন ডেস্ক
সিভিল এভিয়েশন ও রেলওয়ের বিরুদ্ধে মামলা করা হবে

মশা নিধন কার্যক্রমে সহযোগীতা না করায় সিভিল এভিয়েশন ও রেলওয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এসব কর্তৃপক্ষের দখলে থাকা জমিতে মশার লার্ভা জন্মানোর সহায়ক পরিবেশ থাকায় এ মামলা দায়ের করা হবে বলে জানান মেয়র আতিক।

সোমবার (১৫ মার্চ) ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের ৪৯ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিদর্শনে যান আতিকুল ইসলাম।   এসময় সিভিল এভিয়েশন এবং রেল মন্ত্রণালয়ের দু’টি জায়গায় মশার লার্ভা জন্মানোর সহায়ক পরিবেশ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তখনই তাৎক্ষণিকভাবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে এসব সংস্থা ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।