English Version
আপডেট : ১৩ মার্চ, ২০২১ ১৩:৫০

ডেঙ্গু মোকাবেলায় ৭০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ডিএসসিসি

অনলাইন ডেস্ক
ডেঙ্গু মোকাবেলায় ৭০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ডিএসসিসি

বর্ষার মৌসুমে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। বৃষ্টির পানি জমে থাকার ফলে সহজেই ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি ঘটে। সাম্প্রতিক বছরগুলোয় শীতের শেষে ও গরমের শুরুতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে দেখা গেছে। তাই এবার ডেঙ্গু মোকাবেলায় গ্রীষ্মের শুরুতেই ৭০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সম্প্রতি ডিএসসিসির এক অফিস আদেশের মাধ্যমে এ বিশেষ বরাদ্দ দেয়া হয়। ডিএসসিসির সহকারী সচিব মুহাম্মদ মোতালেবের স্বাক্ষর করা ওই বরাদ্দপত্রে বলা হয়, সিটি করপোরেশনের উন্নয়ন সহায়তা খাতের অধীনে ‘ডেঙ্গু মোকাবেলা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচার’ খাতে ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়া হলো।

৬৫ লাখ টাকা ব্যয়ে ২৫টি হুইল ব্যারো মেশিন ক্রয় করা হবে। বাকি ৫ লাখ টাকা দিয়ে করপোরেশনের ১০টি অঞ্চলের জলাশয়ে মাছ ও হাঁস ছাড়া এবং জাল টানা বাবদ ব্যয় করা হবে। এজন্য প্রতিটি অঞ্চলের নির্বাহী কর্মকর্তার কাছে ৫০ হাজার টাকা পাঠানোর জন্য প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেয়া হয়।