English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪২

মশা নিধনে নতুন কীটনাশক আমদানি করা হয়েছে : মেয়র তাপস

অনলাইন ডেস্ক
মশা নিধনে নতুন কীটনাশক আমদানি করা হয়েছে : মেয়র তাপস

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, মশক নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নতুন করে কীটনাশক আমদানি করেছে। আগামী দুই সপ্তাহ পর থেকেই নতুন কীটনাশক প্রয়োগ শুরু হবে। 

আজ দুপুরে রাজধানীর টিটিপাড়া এবং কমলাপুর এলাকা সংলগ্ন মাঠে নিয়মিত পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মেয়র তাপস আরও বলেন, মশার ওষুধের মান যাতে ঠিক থাকে সেটার জন্য আমরা বারবার পরীক্ষা করাই। তবে কিছুদিন ধরে একটি কীটনাশক ব্যবহৃত হলে মশা সেটিতে সহনশীল হয়ে যায়। এজন্য আমরা কীটনাশক পরিবর্তনও করেছি। এরই মাঝে আমরা নতুন কীটনাশক আমদানি করেছি। আগামী দুই সপ্তাহ পর থেকেই নতুন কীটনাশক প্রয়োগ করা হবে যাতে করে মশকের যে সহনশীলতা রয়েছে সেটা থেকে বেড়িয়ে আসা যায়। 

তিনি বলেন, আমরা সকালে ঢাকা দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া নতুন ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকা পরিদর্শন করেছি। এটি মূলত প্রত্যন্ত একটি গ্রাম। এই এলাকায় কীভাবে আমাদের মহাপরিকল্পনার আওতায় নতুন করে যাতায়াত ব্যবস্থা এবং উন্নত শহরের সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় সেসব বিষয় নিয়ে আমরা সরেজমিন করেছি।  ট্রাকস্ট্যান্ড অপসারণ করে খেলার মাঠ করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মেয়র তাপস বলেন, এজন্যই আমরা আজ ৮ নম্বর ওয়ার্ডের টিটিপাড়া, কমলাপুর সংলগ্ন এলাকায় পরিদর্শনে এসেছি। আমাদের প্রত্যেকটি ওয়ার্ডেই যেনো একটি করে খেলার মাঠ এবং উন্মুক্ত জায়গা থাকে যেখানে আমাদের সন্তানেরা খেলতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।