English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:২২

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিজানুর রহমান মিজান (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ডেমরা পশ্চিম শানারপাড় পুরাতন ফুলকলি স্কুলের পাশে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি ডেমরার শানারপাড় নয়াপাড়ায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে ডেমরা থানায় জানানো হয়েছে।