English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:২৩

শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করলেন মেয়র লিটন

অনলাইন ডেস্ক
শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করলেন মেয়র লিটন

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

আজ বুধবার দুপুর ১২টায় নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরীর ১৭ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৭টি হুইল চেয়ার বিতরণ করা হয়। 

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবদুল মমিন, তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।