English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:০৬

রংপুরে জেএমবি সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
রংপুরে জেএমবি সদস্য গ্রেফতার

রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক সদস্য গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. হালিউজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব জানায়, গতকাল রবিবার র‌্যাবের একটি আভিযানিক দল রংপুরের পীরগঞ্জে অভিযান চালিয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জেএমবি সদস্য মীর হেলাল উদ্দিনের ছেলে মীর ফজলে রাব্বীকে (৩০) গ্রেফতার করে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী ভিডিও কনটেন্ট এবং বিভিন্ন উগ্রবাদী বইসমূহের লিংক পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মীর ফজলে রাব্বী র‌্যাবকে জানায় যে, তার বাল্যবন্ধু (বর্তমানে জেলে বন্দী) এর প্ররোচনায় এবং বিভিন্ন উগ্রবাদী বক্তার বক্তব্য শুনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’তে যোগদান করেন।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতার জঙ্গির বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।