English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২১ ১৮:২২

ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

অনলাইন ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনের ১০ তলায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকাল চারটার কিছু আগে ভবনটিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে। আগুন লাগার খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনিসুর রহমান। তিনি বলেন, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।   কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।