English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০২১ ০৮:০৯

আজকে টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
আজকে  টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় বুধবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, পুরো পূর্ব নাখালপাড়া, নাখালপাড়া রেলক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও সংলগ্ন এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মঙ্গলবার তিতাস জানায়, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্প’–এর দ্বিতীয় পর্যায়ে মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেলক্রসিং গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে।