English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২১ ২২:৩০

কাকরাইলে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন

অনলাইন ডেস্ক
কাকরাইলে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন

রাজধানীর কাকরাইলে সেন্ট্রাল ইসলামি ব্যাংক হাসপাতালের নিচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, হাসপাতালটির নিচ তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। ২০ মিনিটের চেষ্টায় ৭টা ২০ মিনিটে আগুন নিয়েন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে জানা যায়নি।