English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০ ২৩:০৮

জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট পার্কে ৩৬ পাউন্ডের কেক কাটল এরশাদ ট্রাস্ট

অনলাইন ডেস্ক
জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট পার্কে ৩৬ পাউন্ডের কেক কাটল এরশাদ ট্রাস্ট

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৬ পাউন্ড ওজনের কেক কাটল হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।

বৃহস্পতিবার রাতে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারাস্থ বাসভবনে এ কেক কাটা হয়। 

ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ ছাড়াও এসময় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক, এরশাদ পুত্র এরিক এরশাদ, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মনোয়ার হোসেন, কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আকতার হোসেন, আমান উল্লাহ, খোরশেদ আলম, রুবায়েত হোসেনসহ জাপার বিপুলসংখ্যক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  কেক কাটার পর পার্টির প্রয়াত চেয়ারম্যানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে প্রেসিডেন্ট পার্ক আলোকসজ্জা করা হয়।