English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০ ১২:১১

সড়ক বড় করলেন বাসিন্দারা, ধন্যবাদ জানালেন মেয়র

অনলাইন ডেস্ক
সড়ক বড় করলেন বাসিন্দারা, ধন্যবাদ জানালেন মেয়র

খোঁজ নিয়ে জানা গেছে, সড়কগুলো হচ্ছে ইব্রাহিমপুর মুন্সীবাড়ি সড়ক থেকে মধ্যপাড়া জামে মসজিদ হয়ে ইব্রাহিমপুর প্রধান সড়ক পর্যন্ত এবং ফ্যাশন টেইলার্সের গলি থেকে বিআরবি গার্মেন্টস পর্যন্ত। এছাড়া গলির ভিতরে এই সড়কগুলো আগে ৯ ফুট থেকে ১২ ফুট প্রশস্ত ছিল। বাড়ি ও দোকানের দেয়াল ভাঙার পরে বর্তমানে তা ১৬ ফুট থেকে ২০ ফুট প্রশস্ত হয়েছে। ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিয়ুর রহমানের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় এই কাজে অংশ নেয়। মেয়র আতিকুল ইসলাম এসব এলাকার বাড়ি ও দোকান মালিকদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

আতিকুল ইসলাম বলেন, এই এলাকার সড়কগুলো আগে ১২ ফুটের বেশি ছিল না। এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং আপামর জনসাধারণ মিলে পরিকল্পনা করে রাস্তাগুলোকে ১৬ থেকে ২০ ফুট পর্যন্ত প্রশস্ত করেছেন। এজন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে বেলা ১১টার দিকে মেয়র ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত সরু সড়কটি পরিদর্শন করেন। এ সময় মেয়র বলেন, ভাষানটেকের মূল রাস্তাটি ১২০ ফুট চওড়া। কিন্তু দুঃখের বিষয় এই ১২০ ফুট চওড়া রাস্তা পেরিয়ে ভেতরে ঢুকলে রাস্তা ২০ ফিট হয়ে যাচ্ছে। যে জায়গাগুলোতে দখল করে নেয়া হয়েছে, সেগুলো উদ্ধার করতে হবে। এটাকে প্রশ্রয় দেয়া যাবে না।