English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৮

বিজয় দিবসে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
বিজয় দিবসে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

বুধবার সকাল ১০টায় সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহানগর আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। বঙ্গবন্ধুর ডাকে বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দেশের জন্য যুদ্ধ করেছেন। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা তাদের ভুলব না। তাদের কষ্টার্জিত এ দেশ আমরা নিজেদের রক্তের বিনিময়ে হলেও রক্ষা করব।