English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৮

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মেজবাহ উদ্দিন ঢাকা কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। রেললাইন পারাপার করতে গিয়ে কমলাপুরগামী এক ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মগবাজার এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন মেজবাহ। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচড় গ্রামে। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।