English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০ ০৭:২৮

চকবাজারের নোয়াখালী ভবনে আগুন

অনলাইন ডেস্ক
চকবাজারের নোয়াখালী ভবনে আগুন

রাজধানীর উর্দুরোড চকবাজারের নোয়াখালী ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসলে সূত্রপাতের কারণ জানা যাবে। এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।