English Version
আপডেট : ২০ আগস্ট, ২০২০ ১৩:৫৯

বাড্ডায় যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
বাড্ডায় যুবককে কুপিয়ে হত্যা

হিরণ সরদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে রাজধানীর বাড্ডায়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম মেরুল বাড্ডায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

বেকারি কর্মচারী ছিলেন হিরণ সরদার। তার বোন রুমা আক্তার জানান, হিরণ বনশ্রীর বাসা থেকে বেরিয়ে পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় গিয়েছিলেন। সেখানে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়েছে। ‘নোয়াখাইল্লা বাড়ির’ বাউন্ডারির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হিরণকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিল।   হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হিরণের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

হিরণ সরদার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে। পাঁচ বোন চার ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। এক ছেলে এক মেয়ের জনক তিনি। স্ত্রী নিপা আক্তার ও দুই সন্তানকে নিয়ে বনশ্রীতে থাকতেন।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, হিরণের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ঢাকার একাধিক থানায় মামলা ছিল। অন্তর্দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।