English Version
আপডেট : ১৯ আগস্ট, ২০২০ ২১:০১

বিমানবন্দরে প্রবাসী স্বামীকে নিয়ে দুই স্ত্রীর হাতাহাতি (ভিডিও)

অনলাইন ডেস্ক
বিমানবন্দরে প্রবাসী স্বামীকে নিয়ে দুই স্ত্রীর হাতাহাতি (ভিডিও)

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার প্রবাসী স্বামীকে নিয়ে তার দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয়েছে বিমানবন্দরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী। এক পর্যায়ে স্বামী কার সঙ্গে যাবে এ নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে।

ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়তে চান। কিন্তু অপর স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।

পরিস্থিতি জটিল আকার ধারণ করলে দুই স্ত্রীসহ প্রবাসীকে বিমান বন্দর থানায় নিয়ে যাওয়া হয়। ওই কুয়েত প্রবাসীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মেটানোর দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।