English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:০৫
সূত্র:

রাজধানীতে ভবনে আগুন

রাজধানীতে ভবনে আগুন

রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে ১০০/২৯ বাসার গ্রাউন্ড ফ্লোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এরশাদ হোসেন বলেন, এলিফ্যান্ট রোডের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনটি ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরে লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। অল্প কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে ধারণা করা যাচ্ছে।