English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০২০ ১১:০৮
সূত্র:

চলন্তিকা বস্তির শতাধিক ঘর ভস্মীভূত

চলন্তিকা বস্তির শতাধিক ঘর ভস্মীভূত

রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজন দগ্ধ হয়েছেন। শতাধিক ঘর ভস্মীভূত হয়েছে।

শুক্রবার ভোরে ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের পরেই বিস্তারিত বলা যাবে।

শুক্রবার ভোরে চলন্তিকা বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বস্তির বিভিন্ন ঘরে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অনেকে সব হারিয়ে বিলাপ করছেন। নিম্ন আয়ের এসব মানুষ এখন ঘর হারিয়ে খোলা আকাশের নিচে আছেন।

এর আগে ২০১৯ সালের আগস্ট মাসে এ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।