English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২০ ১২:১৭
সূত্র:

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। নিহতের নাম শাহ মো. কুদ্দুস (৩১)। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে।

জানা যায়, রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে আত্মাহত্যা করেন তিনি। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিহত কুদ্দুস মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, তার পদবি ছিলো নায়েক। শাহ মো. কুদ্দুস হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা।

ফেসবুকে স্ট্যাটাস প্রসঙ্গে ওসি বলেন, তার ফেসবুক স্ট্যাস্টাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।