English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২০ ১৪:৪৪
সূত্র:
বিশ্ব ইজতেমার মুসল্লিদের ঢল

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর রাজধানীর বিমানবন্দর সড়কে এখন তীব্র যানজট। আখেরি মোনাজাতের পর থেকেই চলছে এ যানজট। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

আজ রবিবার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে বের হয়ে আসতে থাকেন লাখো মুসল্লি। উত্তরা ও এর আশেপাশের এলাকার সড়কগুলোতে ঢল নামে তাদের। এতেই সৃষ্টি হয় তীব্র যানজট। উত্তরায় এসে থেমে যাচ্ছে যানবাহনগুলো। ‌একই অবস্থা সৃষ্টি হয়েছে রাজধানীর খিলক্ষেত এলাকা পর্যন্ত। খিলক্ষেত থেকে উত্তরা এবং উত্তরা থেকে মহাখালীগামী সড়কের উভয় লোকে লোকারণ্য।

ঢাকা মহানগর পুলিশের উত্তর ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) সাইফুল হক বলেন, ইজতেমার কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিগগির যান চলাচল স্বাভাবিক হবে।