English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২০ ১৪:৫১
সূত্র:

ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

তিন দিনব্যাপী ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। বিশ্ব ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।

এবার ইজতেমায় ৬৪ জেলার কয়েক লাখ মানুষ উপস্থিত হয়েছে।  ইজতেমায় লোক সমাগম বেশি হওয়ায় মূল ময়দানে স্থান না পেয়ে রাস্তার পাশে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন অনেকেই।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা গ্রামের আবদুস সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫), বাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিজপুর গ্রামের হাতেম আলী বয়াতীর ছেলে আলী আজগর (৭০), নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান গ্রামের ওসমান গনির ইউসুফ মেম্বার (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কনকনে শীত উপেক্ষা করে টঙ্গী ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগীতে মশগুল রয়েছেন। বাদ ফজর ভারতে মাওলানা আব্দুর রহমানের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের ইজতেমা।