English Version
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯ ০৬:৪১
সূত্র:

মহাখালীতে লিফটে চাপা পড়ে যুবকের মৃত্যু

মহাখালীতে লিফটে চাপা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মহাখালীতে একটি আবাসিক হোটেলে লিফটে চাপা পড়ে ওমর ফারুক (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ওমর ফারুক মাগুরার মোহাম্মাদপুর উপজেলার মৌশা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) ঢাকায় ওমর ফারুকের স্ত্রীর একটি চাকরির ইন্টারভিউ রয়েছে। সেজন্য চট্টগ্রাম থেকে আজ রোববার সকালে পরিবারসহ ঢাকায় এসে মহাখালী রসুলবাগ শাহিন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের পঞ্চম তলায় ওঠেন।

দুপুরে লিফটে নামার সময় দরজার সাথে চাপা পড়েন ওমর ফারুক। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ঢামেক হাসপাতলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।