English Version
আপডেট : ৮ নভেম্বর, ২০১৯ ১১:৪৮
সূত্র:

কালশি-বনানী ফ্লাইওভার বন্ধ ঘোষণা

কালশি-বনানী ফ্লাইওভার বন্ধ ঘোষণা

রাজধানীর কালশি-বনানী ফ্লাইওভার এক মাসের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ কাজের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর ফলে কালশি থেকে বনানী-মহাখালীগামী সকল যানাবাহন খিলক্ষেত হয়ে ঘুরে যাওয়ায় এই রুটে তীব্র যানজট দেখা দিয়েছে।

উত্তরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন ট্রাফিক পুলিশ সকাল থেকে যানজট নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর পক্ষ থেকেও যানজট নিরসনে কাজ করছে একটি দল।

এ বিষয়ে উত্তরের ডিসি (ট্রাফিক) প্রবীর কুমার মিত্র বলেন, 'ইসিবি থেকে বনানীর দিকে আন্ডারপাস নির্মাণের জন্য ফ্লাইওভার কেটে নিচ দিয়ে বক্স বসানো হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে। আন্ডারপাস নির্মাণ হয়ে গেলে পথচারীদের আরও সুবিধা হবে।'