English Version
আপডেট : ৬ নভেম্বর, ২০১৯ ১৮:০৮
সূত্র:

খোকার সম্মানে বৃহস্পতিবার ডিএসসিসির ছুটি

খোকার সম্মানে বৃহস্পতিবার ডিএসসিসির ছুটি

অবিভক্ত সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে আগামীকাল বৃস্পতিবার পূর্ণ দিবস অফিস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

এটি কর্পোরেশনের প্রচলিত নিয়ম। এর ফলে বৃহস্পতিবার কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে।

বুধবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ তথ্য জানিয়েছেন

তিনি জানান, ডিএসসিসি ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকাল ৩টার সময় নগর ভবন প্রাঙ্গণে মরহুম সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ক্যান্সার আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন সাদেক হোসেন খোকা। তার মৃত্যুতে মেয়র সাঈদ খোকন মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।