English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:২৭
সূত্র:

পুরান ঢাকার আবাসিক ভবনে অবৈধ কাজে লিপ্ত ১৪ নারী-পুরুষ আটক

পুরান ঢাকার আবাসিক ভবনে অবৈধ কাজে লিপ্ত ১৪ নারী-পুরুষ আটক

অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুরান ঢাকার বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকার সাততলার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ০৯টা থেকে এ অভিযান শুরু হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, সিদ্দিক বাজারে অভিযান রাত ১১টায় শেষ হয়েছে। অভিযানকালে সেখান থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই হাজার একটি হেরোইনের পুটলি ও মাদক বেচাকেনার ৩১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ওসি শাহীন ফকির আরও বলেন, অভিযানকালে ওই ভবনে অবৈধ কাজে লিপ্ত থাকায় ৫ জন নারী ও ৯ পুরুষকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ভবনের মালিক মঞ্জুও রয়েছেন। মঞ্জুর ওই বাড়িটিকে এলাহী বক্স ভবন বা লাল দালান নামে সবাই চেনে। দীর্ঘদিন ধরে বাড়িটিতে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

তিনি জানান, আটককৃত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।