English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৯ ১৮:১৪
সূত্র:

শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের ফলে রাজধানীর শ্যামলীতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

বুধবার সকাল আটটার দিকে শ্যামলী বাস টার্মিনাল এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা বন্ধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়কে যানচলাচল শুরু হয়। এরপর সকাল নয়টার দিকে ফের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসযাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মোহাম্মদপুর জোন পশ্চিম ডিভিশনের ট্রাফিক পুলিশের টি আই মোহাম্মদ কাওছার উদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ সমস্যা সমাধানে মালিকপক্ষ ও গার্মেন্ট শ্রমিকের প্রতিনিধি দল পুলিশের সহযোগিতায় আলোচনায় বসেছে।