English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯ ১৬:৪৪
সূত্র:

'ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা ফ্ল্যাট পাবে বাউনিয়ায়'

'ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা ফ্ল্যাট পাবে বাউনিয়ায়'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, '২০০৭ সাল থেকে প্রধানমন্ত্রীর তরফ থেকে বাউনিয়া বাঁধে বস্তিবাসীর জন্য ১০ হাজার ফ্ল্যাট তৈরির প্রকল্পের কাজ এগিয়ে চলছে। ওইখানে এসব বস্তিবাসীরা ফ্ল্যাট পাবে।'

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, 'মিরপুরে আগুনে পড়ে যাওয়া ঝিলপাড় বস্তিতে ২০-২৫ হাজার ঘর এবং এসব ঘরে প্রায় ৫০-৫৫ হাজার লোকের বসবাস ছিল।'

তিনি বলেন, 'ঘরগুলো প্রায় সবই পুড়ে গেছে। বস্তিবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের থাকার জন্য স্থানীয় পাঁচটি স্কুল নির্ধারণ করা হয়েছে। তাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন খাবার। আমরা ইতোমধ্যে খাবারের ব্যবস্থা করেছি।'

আতিকুল ইসলাম বলেন, 'যতদিন বাসস্থান ঠিক না হবে, ততদিন তারা এখানে থাকবে-খাবে। এর জন্য উত্তর সিটি করপোরেশন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ও স্থানীয় সংসদ সদস্যের সহায়তায় খাবার এবং থাকার ব্যবস্থা করছি।’

তিনি বলেন, 'ঘটনাস্থলে পানির হাইড্রেন্ট নেই, গলিগুলো খুব সরু। আমরা এ দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য কাজ করছি। বস্তিবাসীর সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী এবং তার দফতরে যোগাযোগ করছি। সে নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।'