English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯ ১৪:১৫
সূত্র:

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ ঢাকার দুই সিটি মেয়রের

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ ঢাকার দুই সিটি মেয়রের

ঈদুল ফিতর উদযাপন শেষে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হন রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশন।

কোরবানি পশুর বর্জ্য অপসারণ করে যত দ্রুত সম্ভব রাজধানীকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে হাত দিতে হয় তাদের।

সে লক্ষ্যে এবার ২৪ ঘণ্টার চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে কোরবানি পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছেন, ‘২৪ ঘণ্টার মধ্যে ডিএনসিসি এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।’

আজ দুপুর ২টায় রাজধানীর উত্তরা ১৫নং সেক্টরের ২নং ব্রিজের পশ্চিম পাশে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ ঘোষণা দেন মেয়র। একই ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

তিনি বলেছেন, ‘ঈদের দিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।’

মেয়রের ঘোষণা মোতাবেক আজ ঈদের দিন সকাল থেকেই পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছেন নগর পরিচ্ছন্নতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর ২টার পর পুরো উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন তারা।

দুপুরে ডিএনসিসি মেয়র জানিয়েছিলেন, ‘অনেক ওয়ার্ডে আজ সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ শেষ হয়ে যাবে।’

ইতিমধ্যে প্রায় ১ হাজার ৬০০ টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে নেয়া হয়েছে বলে তথ্য দেন তিনি।

তিনি আরও বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণের পর হাটের বর্জ্য অপসারণ করা হবে।’

হাটের বর্জ্য থেকে যেন মশার বংশবিস্তার না হয় সেদিকেও বিশেষ সর্তকতা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

মেয়র আতিকুল আরও বলেন, ‘পশুর হাটের ইজারাদারগণ হাটের বাঁশ নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে এখন থেকে জরিমানা করা হবে। তাদের জামানতের টাকা থেকে এসব পরিষ্কার করা হবে।’

তিনি যোগ করেন, ‘ঈদের আগের দিন থেকে ঈদের পরবর্তী ২ দিন নিরবচ্ছিন্নভাবে বর্জ্য অপসারণের জন্য বর্জ্যবাহী ড্রাম্প ট্রাক ও খোলা ট্রাক ১৬৯টি, ভারী যান-যন্ত্রপাতি ২৮টি, পানির গাড়ি ১১টি, বেসরকারি ৮২টি এবং ভাড়ায় ১৪৮টি পিকআপভ্যানসহ সর্বমোট ৪৩৮টি গাড়ি নিয়োজিত রয়েছে।’

জানা গেছে, এবার ঢাকার দুই সিটি মিলে বর্জ্য অপরাসণে কাজ করছেন ১৪ হাজার পরিচ্ছন্নতাকর্মী। দুই সিটির ওয়ার্ডগুলোকে বিভিন্ন অঞ্চলভেদে বিভক্ত করে এ বর্জ্য অপসারণের কাজ চলছে।