English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৯ ০৬:৩২
সূত্র:

কোরবানির পশু রেখে রাস্তা দখল, ২০ হাজার টাকা জরিমানা

কোরবানির পশু রেখে রাস্তা দখল, ২০ হাজার টাকা জরিমানা

রাস্তা দখল করে কোরবানির পশু রাখার অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঘটনাটি ঘটে রাজধানীর বারিধারার ৮নং সড়কে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়, বারিধারার ৮নং সড়কে ছাউনি করে কোরবানি পশু রাখেন ওয়াহিদ খান নামের এক ব্যক্তি। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বৃহস্পতিবার বারিধারা ৮নং সড়কের ওই কোরবানি পশু রাখার জন্য তৈরি করা ছাউনিটি উচ্ছেদ করে এবং মালিক ওয়াহিদ খানকে আর্থিক জরিমানা করে।