English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৯ ১৪:৩৯
সূত্র:

আজও ঠাঁই নেই কমলাপুরে

আজও ঠাঁই নেই কমলাপুরে

টানা চতুর্থ দিনের মতো সকাল ৯টায় পবিত্র ঈদুল আজহার আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজও লম্বা লাইন। সকাল ৯টায়। কিন্তু কমলাপুর রেল স্টেশনে টিকিটপ্রত্যাশীরা কাউন্টারের সামনে অবস্থান করছেন গতরাত থেকেই।

কাউন্টারের সামনে থেকে লাইন চলে গেছে স্টেশনের বাইরের রাস্তা পর্যন্ত। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

দেয়া হচ্ছে রংপুর, রাজশাহী ও খুলনাঞ্চলের টিকিট। সকাল ৯টায় শুরু হওয়ার পর বিক্রি চলবে ৪টা পর্যন্ত। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

রাজশাহীর টিকিট কিনতে আসা শবনম শর্মি বলেন, সুষ্ঠুভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। দীর্ঘ অপেক্ষা হলেও টিকেট পাচ্ছি, এতেই খুশি আমরা।

খুলনার টিকেট প্রত্যাশী রবিউল জানান, দুটি টিকিট নিতে এসেছিলাম। দুটোই পেয়েছে। এবার টিকিট ঠিকমতো পেয়েছি, তবে ট্রেন বিলম্ব না হলেই হয়। গত ট্রেন অনেক লেট হয়েছিল।

ঢাকার যে পাঁচটি রেলস্টেশনে টিকিট বিক্রি হচ্ছে সেগুলো হলো- কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন।

গত ঈদুল ফিতরের মতোই এবারও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। টিকিট বিক্রিতে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাব একসঙ্গে কাজ করছে।

এদিকে মধ্যরাত থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে কাঙ্ক্ষিত টিকিট পেতে দীর্ঘলাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হাজারও মানুষ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ কষ্ট মেনে নেন তারা।