English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৯ ১৩:১১
সূত্র:

কমলাপুরে হঠাৎ দুদকের অভিযান

কমলাপুরে হঠাৎ দুদকের অভিযান

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে অনিয়ম, কালোবাজারি হচ্ছে কি না—দেখতে কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে কমলাপুরে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করতে যায় দুদকের একটি দল। অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক জি এম আহসানুল কবির।

অভিযান শেষে তিনি জানান, ট্রেনের তাপানুকূল কম্পার্টম্যান্টের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি। তবে আমরা কোনো অনিয়ম পাইনি। তবে অনলাইনে টিকিটের বিষয়ে কিছু অভিযোগ রয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। টিকিট বিক্রির অনিয়ম খতিয়ে দেখতে অন্য স্টেশনেও অভিযান চালানো হবে।

ঈদুল আজহা উপলক্ষে আজ দেওয়া হচ্ছে দ্বিতীয় দিনের টিকিট। ৮ আগস্টের টিকিটের জন্য কমলাপুর এখন মহাসমুদ্রে পরিণত হয়েছে। কমলাপুর ছাড়াও রাজধানীর আরো চারটি স্থান থেকে ঈদের আগাম টিকিট দেওয়া হচ্ছে। স্থানগুলো হলো—বিমানবন্দর স্টেশন, তেজগাঁও, বনানী এবং পুরাতন ফুলবাড়িয়া স্টেশন।