English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৯ ১২:৪৪
সূত্র:

এবার গুলশানেও আগুন

এবার গুলশানেও আগুন

রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার গুলশানেও আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি কাঁচা বাজার ও সুপার মার্কেটে আগুন লাগে। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন বলেন, গুলশান ডিএনসিসি শপিং সেন্টারের একটি বেবিশপের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিরাপত্তা বাহিনী এখনও ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কোথাও নতুন করে আগুনের কোনো সূত্র রয়েছে কি না।

আইএসপিআর এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, 'বিমান ও নৌ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তারা কাজ করছেন।'

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ওই আগুনে মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে যায়।