English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:২৭
সূত্র:

বসন্তের শুরুতেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তি

বসন্তের শুরুতেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তি

শুরু হয়েছে বসন্ত। এখনো বিদায় বার্তা দেয়নি শীত। এরই মাঝে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকায়। আজ ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেই সাথে বিদ্যুৎ চমকাতে থাকে ঢাকার আকাশে। পরে থেমে থেমে বৃষ্টি চলতে থাকে।

এদিকে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে নগরবাসী। সব থেকে বেশি বিপাকে পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে যানবাহন কমে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে স্কুলে যেতে পারেননি। একই কারণে অফিসগামী সাধারণ মানুষও পড়েন ভোগান্তিতে। কোথাও কোথাও রাস্তায় পানিও জমে থাকতে দেখা গেছে।

এ ব্যাপারে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হয়েছে। এই লঘুচাপের ফলে মাঝে মাঝেই এমন হঠাৎ বৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।