English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৪৬
সূত্র:

রাজধানীতে সাতসকালেই সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল ৩ প্রাণ

রাজধানীতে সাতসকালেই সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল ৩ প্রাণ

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ফুটপাতে চায়ের দোকানে উঠলে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বারিধারা 'জে' ব্লকের কোকাকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চায়ের দোকানদার শাহীন (৪২) এবং নৈশ প্রহরী কবির হোসেন (৪৫)। এদের মধ্যে কবিরের বাড়ি বাগেরহাট। আর শাহিনের বাড়ি পিরোজপুরে। এছাড়া মালিবাগ-মৌচাক সড়কে দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, পালকি এন্টারপ্রাইজের দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

এদিকে ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। পরে আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ওই নারীকে কোন বাস ধাক্কা দেয় সেটা নিশ্চিত হওয়া যায়নি। রাস্থায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, এক ব্যাক্তি সকালে আহত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। চল্লিশোর্ধ ওই নারী কিছুক্ষণ পরই মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।