English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৯ ১৩:৫০
সূত্র:

কাজী মাহবুবউল্লাহ পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন

কাজী মাহবুবউল্লাহ পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন

‘কাজী মাহবুবউল্লাহ পুরস্কার-২০১৮’ পেলেন খ্যাতিমান কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। সম্প্রতি বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট বিভিন্ন বিভাগে অবদান রাখায় পুরস্কারের জন্য চারজনের নাম ঘোষণা করে। তার মধ্যে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় ইমদাদুল হক মিলনকে মনোনীত করে প্রতিষ্ঠানটি। ইমদাদুল হক মিলন গল্প, উপন্যাস এবং নাটক তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়েছেন। কথাসাহিত্যিক হিসেবে দুই বাংলায়ই তুমুল জনপ্রিয় তিনি। তার প্রকাশিত বই দুই শতাধিক। জনপ্রিয়তাও পেয়েছে অসংখ্য। এর মধ্যে দুই বাংলায়ই তার লেখা ‘নূরজাহান’ উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ছাড়া পুরস্কারের জন্য ঘোষিত অন্যরা হলেন-বিজ্ঞানে ডা. ফেরদৌসী কাদরী, দাবায় গ্রান্ড মাস্টার রানী হামিদ এবং অভিনয়, আবৃত্তি ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের জন্য সৈয়দ হাসান ইমাম। তারা ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ এক লাখ টাকা করে সম্মাননা পাবেন। বিজ্ঞপ্তি