English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৯ ১১:৩২
সূত্র:

মগবাজারে বিকল ট্রাকে ২ ট্রেনের ধাক্কা

মগবাজারে বিকল ট্রাকে ২ ট্রেনের ধাক্কা

রাজধানীর মগবাজারে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক দুই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মগবাজার রেলগেট পার হওয়ার সময় ওই ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রাকচালক অনেকক্ষন চেষ্টার পরও ট্রাকটি সচল করতে পারেননি।

পরে ওই চালক ট্রাকটি রেললাইনের ওপর রেখেই সেখান থেকে সরে যান। এসময় সিলেট থেকে আসা কমলাপুরগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে চলে যায়।

ট্রেনের ধাক্কায় ট্রাকটি ১০ মিটার দূ‌রে গি‌য়ে ট্রে‌নের অপরলাই‌নে উপর প‌ড়ে। পরে অপর লাইনে কমলাপুর থেকে জামালপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে আবার ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়।

কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনটি সরিয়ে নেয়া হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।