English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৯ ১১:১৯
সূত্র:

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরের কালশিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

মঙ্গলবার সকালে কয়েক  শ’ পোশাাকশ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গত কয়েকদিন ধরেই পোশাকশ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন। এর আগে রবি ও সোমবার রাজধানীর বিমানবন্দর সড়ক কয়েক ঘণ্টার জন্যে অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকরা। এসময় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।