English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮ ২০:৫৯
সূত্র:

বৃহস্পতিবার মিরপুর এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

বৃহস্পতিবার মিরপুর এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

মেট্রো রেল প্রকল্পের পাইপলাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর এলাকার অধিকাংশ স্থানে ৮ ঘণ্টা আবাসিক ও বাণিজ্যিক সব ধরনের গ্যাস থাকবে না।

তিতাস গ্যাস সুত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে। যেসব এলাকায় গ্যাস থাকবে না সে এলাকাগুলো হলো- মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২ নম্বর এলাকার রাস্তার দুপাশ, ইস্টার্ণ হাউজিং, রুপ নগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও এসব এলাকার আশপাশে আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি স্টেশন।

বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।